কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে লখিমপুর খেরিতে মৃত্যু হয়েছে ৪ কৃষকের। সেই ঘটনা নিয়ে এখনও জারি বিতর্ক। এবার ঘটনার আটদিন বাদে, সোমবার মহারাষ্ট্রে বনধ ডেকেছে শাসক জোট মহারাষ্ট্র বিকাশ আগাদি। ফলে এদিন সকাল থেকে শুনশান হয়ে রয়েছে মুম্বইয়ের রাস্তা। প্রায় কোনও যানবাহন চলছে না। গন্তব্যস্থলে যেতে গিয়ে বিপদে পড়েছেন সাধারণ মানুষ। এদিন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বলেন, ‘বনধ পালিত হচ্ছে শান্তিপূর্ণভাবে।’ পরে তিনি বলেন, পাথর ছোড়ার কয়েকটি ঘটনার কথা জানা গিয়েছে। বিভিন্ন বামপন্থী দল এবং ট্রেড ইউনিয়ন বনধ সমর্থন করেছে। নবাব মালিক স্পষ্ট বলেছেন, ‘আমরা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ দাবি করছি।’
প্রসঙ্গত, গত রবিবার যৌথ সাংবাদিক বৈঠকে বনধের ডাক দেয় মহারাষ্ট্র বিকাশ আগাদির তিন শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, শিবসেনা ও কংগ্রেস। এদিন থানেতে দেখা যায়, শিবসেনা সমর্থকরা রাস্তায় টহল দিচ্ছেন। কোনও গাড়ি দেখলে থামাচ্ছেন। রবিবার সন্ধ্যায় উদ্ধব সরকারের তরফে জানানো হয়, অত্যাবশ্যকীয় পরিষেবা বাদে বনধে আর কিছুই চালু থাকবে না। বন্ধ থাকবে সবজি মণ্ডিও। মুম্বই পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য শহরের নির্দিষ্ট কয়েকটি জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের সাহায্য করছে সিআরপিএফের তিনটি কোম্পানি, ৫০০ হোমগার্ড ও অন্যান্য বাহিনীর আরও ৭০০ কর্মী।