প্রকল্পের বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বাণিজ্যিকভাবে বালুরঘাট-সহ গোটা উত্তরবঙ্গের উন্নয়ন হতে পারত। কিন্তু দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাংলাদেশ সীমান্তবর্তী হিলি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজে এখনও বিলম্ব করেই চলেছে কেন্দ্র। এবার তার কারণ জানতে চেয়ে মোদী সরকারের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। প্রথম দিকে গতি থাকলেও পরে তা থমকে যায়। এদিন তা নিয়েই কেন্দ্রকে হলফনামা দিয়ে বক্তব্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে রাজ্যকেও হলফনামা দিয়ে স্থানীয় সমস্যার কথা জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
মামলাকারীর আইনজীবী কল্যাণ চক্রবর্তীর অভিযোগ, বালুরঘাট থেকে বাংলাদেশ সীমান্তবর্তী হিলি পর্যন্ত যোগাযোগ তৈরির জন্য গত ২০১০ সালে কেন্দ্রের রেলমন্ত্রক কাজ শুরু করে। কয়েকটি সংযোগকারী ব্রিজ তৈরি করা হয়েছে। রেল প্রায় ৪০ শতাংশ কাজ সেখানে শেষ করে দিয়েছে। প্রথম দিকে দ্রুত গতিতে কাজ শুরু হলেও ক্রমশ তা শ্লথ হতে শুরু করে। বর্তমানে তা পুরোপুরি বন্ধ।