মোদী সরকারের নয়া ৩ কৃষি আইনের বিরোধিতায় সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সোমবার দেশজুড়ে চলছে ভারত বনধ। কৃষকদের বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, বামপন্থী দলগুলি। এছাড়াও অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টি, আম আদমি পার্টি সহ মোট ১২টি বিজেপি বিরোধী দল এই বনধকে সমর্থন জানিয়েছে। এবার বনধ সমর্থনকারী কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের মোদী সরকারকে তোপ দাগলেন রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, কৃষকদের পাশে আছি। ‘আই স্ট্যান্ড উইথ ফার্মার্স’ হ্যাশট্যাগও দিয়েছেন রাহুল।
প্রসঙ্গত, ভারত বনধে সামিল হতে দলের কর্মী, সব রাজ্য শাখার সভাপতি, সব গণ সংগঠনের প্রধানদের নির্দেশ দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বিজেপি-এনডিএ শিবিরের বাইরের একাধিক রাজনৈতিক দলও ১০ ঘন্টার ভারত বনধকে সমর্থন জানিয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধের পাশে থাকার বার্তা দিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি হিন্দিতে ছড়া কেটে লিখেছেন, কিষাণো কা অহিমসক সত্যাগ্রহ আজ ভি অখন্ড হ্যায়, লেকিন শোষণকর সরকার কো ইয়ে নেহি পসন্দ হ্যায়, ইসলিয়ে আজ ভারত বনধ হ্যায়! অর্থাৎ কৃষকদের অহিংস সত্যাগ্রহ আজও অটুট, কিন্তু শোষক সরকার এটা পছন্দ করে না, সেজন্যই ভারত বনধের ডাক দেওয়া হয়েছে।