সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রোমযাত্রায় অনুমতি দেয়নি কেন্দ্র। এই ঘটনাকে বিজেপির বিদায়সূচক হিসেবে দাবি করছেন অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি উদাহরণ তুলে এনে জানান, “এমন ঘটনা ঘটিয়েছিল কংগ্রেসও। যার মাশুল গুনে সরতে হয়েছে তাঁদের।”
রবিবার ভবানীপুর উপনির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, “এশিয়ার মধ্যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে। বিদেশমন্ত্রক বলছে,যেতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়ছে। তাই গায়ে জ্বালা।” এর পর অভিষেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়েই বলেন, “এই ভুল কংগ্রেসও করেছিল। ২০১২ সালে কংগ্রেস এই একই ভুল করেছিল। ২০১৪ সালে এর পরিণাম দেখেছেন। একই ভুল আপনি করছেন। ২০২৪ এর পরিণতির জন্য প্রস্তুত থাকুন। আপনি তৃণমূল কংগ্রসকে ভয় পেয়েছেন।”
প্রসঙ্গত, এই বিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রচারসভা থেকে তিনি বলেছেন, “বিশ্বশান্তি সম্মেলনে বাংলাকে আমন্ত্রণ করা হয়। অথচ ওরা বলে এটা ফিট না। নাই বা যেতে পারলাম, আমি সম্মেলনকে শুভেচ্ছা জানাই।” সব ঠিক থাকলে ভবানীপুরের নির্বাচনের ফলপ্রকাশের পরেই রোম যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তা সম্ভপর হয়নি বিদেশমন্ত্রকের নির্দেশে। মন্ত্রকের তরফে কোনও যুক্তি দেওয়া হয়নি। স্রেফ বলা হয়েছে, এই অনুষ্ঠান সামঞ্জস্যপূর্ণ নয়।