আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দেবীপক্ষের শুরু। অন্যবছর এই সময় পুজোর কেনাকাটায় ব্যস্ত থাকেন কমবেশি সকলেই। এবারও টুকটাক কেনাকাটা শুরু করেছেন অনেকেই, তবে করোনা পরিস্থিতিতে কমবেশি বহু মানুষ আর্থিক সংকটে ডুবে। সেই কারণেই এবার পুজোর মুখে জেলার মহিলাদের শাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের তরফে অভাবীদের হাতে শাড়ি তুলে দেওয়া হবে। এর নাম দেওয়া হয়েছে, ‘পুজোয় দিদির উপহার।’ পুজোর মরশুমে নতুন পোশাক না হওয়ায় মন খারাপ না হয়, সেই কারণেই এই বিশেষ উদ্যোগ। জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি ব্লকের অভাবী পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হবে এই শাড়ি। সম্পূর্ণ বিনামূল্যে এই শাড়ি পাবেন মহিলারা। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে আপ্লুত মহিলারা।
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের জন্য একাধিক প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রীর মতো নানা প্রকল্প। এছাড়া একুশের বিধানসভার নির্বাচনের আগে মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সেই প্রকল্প চালু করেছেন। রাজ্যের বহু মানুষ ইতিমধ্যেই ওই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছেন।