১৯ সেপ্টেম্বর তাঁকে নোটিস পাঠিয়ে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু রাতভর টানা বৃষ্টিতে তাঁর নিজের এলাকা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্ত মামলায় সিবিআই দফতরে গেলেন না রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞা।
প্রসঙ্গত, রাতভর টানা বৃষ্টিতে মানসের নিজের এলাকা পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই কারণে তিনি কলকাতায় এসে সিবিআই দফতরে হাজিরা দিতে পারছেন না বলে জানিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী।
জানা গিয়েছে, এলাকার জনপ্রতিনিধি হিসেবে মানস ভুঁইঞা সেখানে থেকেই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন। তাই কলকাতায় এসে হাজিরা দেওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। উল্লেখ্য, সোমবার বেলা ১২টায় মানস ভুঁইঞাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।