অন্যায় ভাবে গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক বন্দোপাধ্যায়-সহ মোট ছ’জনের বিরুদ্ধে মামলা করেছে খোয়াই থানার পুলিশ। এমনটাই প্রতিক্রিয়া তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মামলায় অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে তাঁরও। রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামও। এ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, ‘চোপ, ত্রিপুরায় বিপ্লব চলছে!’
অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ছয় তৃণমূল নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ত্রিপুরা পুলিশ। এ প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ট্যুইটে দাবি করেন, ‘অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ। ভয় পেয়েছে বিজেপি।’ তাঁর আরও সংযোজন, ‘আমাদের ছেলেমেয়েদের আত্মপক্ষ সমর্থনের জন্য সময় ছিল না। আইনজীবীদের আসার জন্য তো একটু সময় দিতে হবে। আর আমরাই ওদের কোর্টে নিয়ে যাচ্ছিলাম। মামলা হয়েছে কোর্টে যেতে হবে। এটা তো সাধারণ ব্যাপার। সবচেয়ে বড় কথা আদৌও কোনও অভিযোগ থাকত, তাহলে সেদিন কেন বলা হয়নি? জামিন হয়ে গেল, তারপর ছিঁচকে চোরের মতো বিজেপিরর নির্দেশে রাতের বেলা মামলা রুজু করছে। হাস্যকর কাণ্ডকারখানা। আসলে ওষুধে কাজ হচ্ছে। আন্দোলন আরও তীব্র হবে।’
মামলা প্রসঙ্গে বাংলার শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু কটাক্ষ করে একটি ট্যুইট করেন। যেখানে তিনি লেখেন, ‘চোপ,ত্রিপুরায় বিপ্লব চলছে! ভয় পেওনা, ভয় পেওনা তোমায় আমি মারবো না। সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারবো না।’ এরপর ত্রিপুরা পুলিশের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘পুলিশ, ২০২৩ এ কিন্ত আমাদের দেখে মাথার টুপিটা খুলিস!’ ঠিক এর পরেই কুণাল ঘোষ আরও একটি ট্যুইটে দাবি করেন, ত্রিপুরায় তাসের ঘরের মতো ভাঙবে বিজেপি। তিনি লেখেন, ‘তৃণমূলের ধাক্কায় বেসামাল বিজেপি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দিল্লির তলব। ওদিকে সুদীপ বর্মণ গোষ্ঠী বলছে তিনি নাকি বড় ক্ষমতায় আসছেন। জিতবেন কে? ঘর সামলাক বিজেপি। তাসের ঘরের মত ভাঙবে। সন্ত্রাস আর মিথ্যে মামলা দিয়ে এবার তৃণমূলকে ঠেকানো যাবে না।’