ত্রিপুরায় গৃহবন্দি করে রাখা আইপ্যাকের সদস্যদের মুক্ত করতে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলকে মুক্ত করতে এবার ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরেই দিল্লী থেকে ত্রিপুরায় যেতে পারেন তিনি। আইপ্যাক কর্মীদের হয়ে সুর চড়ানোর পাশাপাশি স্থানীয় তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতেই সেখানে অভিষেক যাচ্ছেন বলে খবর।
প্রসঙ্গত, রবিবার থেকেই আগরতলার একটি হোটেলে নজরবন্দি হয়ে রয়েছেন আইপ্যাকের প্রায় ২৩ জন কর্মী। পুলিশের যদিও বক্তব্য, করোনা পরীক্ষার জন্যে আইপ্যাক কর্মীদের সেখানে আটক রাখা হয়েছে। তবে মঙ্গলবার ২৩ কর্মীর নেগেটিভ রিপোর্ট এসে পৌঁছালেও ফের একবার আরটিপিসিআর টেস্ট করানো হয় সেই ২৩ জনেরই। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লি থেকেই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছেন মমতাও।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা আইপ্যাক কর্মীদের বন্দি হওয়ার বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি এই ঘটনার নিন্দা করেছেন। এরপর তিনি নির্দেশ দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আইন মন্ত্রী মলয় ঘটককে ত্রিপুরায় যেতে। তাঁদের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও আগরতলায় যেতে বলা হয়। এবার বিপ্লব রাজ্যে পা রাখবেন অভিষেকও।