একুশের ভোটে বিপুল জয়ের পর প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ৪ টে বাজার পাঁচ মিনিট আগেই ৭ লোককল্যাণ মার্গে উপস্থিত হন তিনি। বৈঠক করেন মিনিট পঁচিশ। তারপর বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা জানান, প্রধানমন্ত্রীর কাছে মূলত দুটি দাবি জানিয়েছেন। প্রথমত, রাজ্যের নাম বদল। দ্বিতীয়ত, আরও ভ্যাকসিন পাঠানোর আবেদন।
এদিন সকাল থেকে এই হাইভোল্টেজ বৈঠকের দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। সেই বৈঠক এ দিন ২৫ মিনিট স্থায়ী হয়। বৈঠক শেষে মমতা বলেন, ‘তৃতীয়বার আমাদের সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছিলাম। এটা সম্পূর্ণভাবে সৌজন্য সাক্ষাৎ ছিল। নির্বাচনের পর দেখা করাটা সাংবিধানিক বাধ্যকতা’। কী নিয়ে আলোচনা হল বৈঠকে? মমতা বলেন, ‘আমি কোভিড নিয়ে আলোচনা করেছি। যা ভ্যাকসিন পাওয়া গিয়েছে তার থেকে আমাদের চাহিদা আরেকটু বেশি। প্রত্যেক রাজ্যই পাক, তাতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপাতে কম ভ্যাকসিন এসেছে’।
কাল বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাল সোনিয়াজির সঙ্গে চায়ে পে চর্চা রয়েছে।’ পেগাসাস ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকের বিষয়টিও এদিনের বৈঠকে আলোচিত হয় বলে জানান তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি, বাংলার নাম পরিবর্তন নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে দেখার করার জন্য আরটিপিসিআর কোভিড টেস্টের রিপোর্ট চাওয়া হচ্ছে। আমার কোভিডের দুটি টিকাই নেওয়া। কিন্তু আমি দিল্লিতে কীভাবে কোভিড টেস্ট করাব।’