বেশ কিছুদিন ধরেই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। তবে এবার বাবার দেখানো পথে হেঁটেই রাজনীতিতে আসছেন সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে।
প্রসঙ্গত, সাধন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মন্ত্রীর অবর্তমানে সাধারণ মানুষের যাতে পরিষেবা পেতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রেখেছেন শ্রেয়া। নিয়মিত বসছেন বাবার কার্যালয়ে। এরপর থেকেই প্রশ্ন উঠছিল অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে কি হবে এবার পাকাপাকিভাবে রাজনীতির ময়দানে? এবার এই প্রশ্নের জবাব দিলেন তিনি নিজেই।
শ্রেয়া বলেছেন, তাঁর ১০০ শতাংশ ‘ফোকাস’ থাকবে রাজনীতিতে। তাঁর কথায়, ‘বাবা বারবার বলতেন মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর দিতে, তাঁদের পাশে দাঁড়াতে। আমি তাঁর দেখানো পথ ধরেই চলতে চাই।’
তিনি জানান, বিধানসভা নির্বাচনের দু’সপ্তাহ আগে বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় প্রচারের দায়িত্ব সামলেছিলেন তিনি। এবার সরাসরি রাজনীতিতে আসতে চান অভিনেত্রী। তবে রাজনীতিতে এলেও এখনই নির্বাচনে প্রার্থী হওয়ার কোনও ইচ্ছে নেই শ্রেয়ার। তাঁর কথায়, ‘হাজার হাজার কর্মী রয়েছেন যাঁরা দলের জন্য দিনরাত কাজ করেন। আমিও তাঁদেরই একজন।’
পাশাপাশি সাধন পাণ্ডের ভেন্টিলেশন নির্ভরতা কমছে, জানিয়েছেন শ্রেয়া। তিনি বলেন, ‘বাবাকে আরও কিছুদিন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হবে। গতকাল ৪ থেকে ৫ ঘণ্টা তাঁর ভেন্টিলেশন সাপোর্ট খোলা হয়। সেই সময় স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারছিলেন তিনি। তবে বাবার সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।’