সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি কার্যত বিস্ফোরণের আকার ধারণ করেছে বলে আগেই অভিযোগ করেছিলেন। এবার মুসলিম বহুল এলাকায় ১ হাজার ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ সেনা’ নামাতে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার বিধানসভায় এই ঘোষণা করেছেন তিনি।
এই প্রসঙ্গে বিধানসভায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘চর চপোরি এলাকায় ১ হাজার যুবককে নিয়ে গঠিত জনসংখ্যা নিয়ন্ত্রণ সেনা নামানো হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবেন তাঁরা। এলাকাবাসীর হাতে গর্ভনিরোধক তুলে দেবেন।’ আশা কর্মীদেরও এই কাজে নামানো হবে বলে জানিয়েছেন তিনি।
অসমের মধ্য এবং পশ্চিমাঞ্চলের মুসলিম বহুল এলাকা বিপুল জনসংখ্যার পাশাপাশি নিরক্ষরতাও একটি বড় সমস্যা। মুখ্যমন্ত্রী হিমন্ত পরিসংখ্যান দিয়ে বলেন, ‘২০০১ থেকে ২০১১-র মধ্যে এই এলাকায় হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধিহার ১০ শতাংশ ছিল। আর মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ২৯ শতাংশ, যা হিন্দুদের থেকে প্রায় তিনগুন বেশি’। তাঁর মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করেই রাজ্যে হিন্দুদের জীবনযাপন উন্নত হয়েছে।
জনসংখ্যা বৃদ্ধির হার ৫.৬ শতাংশ কমে গেলেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন হিমন্ত। এ জন্য তিনি বদরুদ্দিন আজমলের দল এআইডিইউএফ-এর সহযোগিতা চেয়েছেন। হিমন্তর কথায়, ‘মুসলিমদের মধ্যে আর্থিক সমস্যা সমাধানের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি’।