করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। এর মধ্যেই নতুন করে আতঙ্ক বাড়িয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যা কিনা দেশে করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে। আর তাতে বাচ্চারাও আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সেই কথা মাথায় রেখে শহরের সেফ হোমগুলিকে শিশুদের জন্য প্রস্তুত রাখতে চলেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই আলিপুরের ‘উত্তীর্ণ’ ও উত্তর কলকাতার পাইকপাড়ার হরেকৃষ্ণ শেঠ লেনের সেফ হোমে শিশুদের চিকিৎসার ব্যবস্থা করেছে তারা। পুরসভা পরিচালিত বাকি সেফ হোমগুলিতেও শিশু-চিকিৎসায় জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে।
হরেকৃষ্ণ শেঠ লেনের সেফ হোমে ৬০টি আলাদা ঘরে আক্রান্ত শিশু-সহ মাকে রেখে চিকিৎসার পরিকাঠামো সাজানো হয়েছে। ‘উত্তীর্ণ’ সভাঘরে ৪০০ শয্যার ব্যবস্থা রয়েছে। ওখানে চারটি তলাতেই বড় হলঘর রয়েছে। সেখানেও মা-সহ শিশুকে রাখার জন্য পুর স্বাস্থ্য দফতর আগাম পরিকল্পনা করে রেখেছে। থাকছে অক্সিজেন পার্লারের ব্যবস্থাও। পুরসভা সূত্রে খবর, আজ, সোমবার ‘উত্তীর্ণ’য় পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি বৈঠক হবে। সেই আলোচনায় শিশুদের চিকিৎসার উপরে জোর দেওয়া হবে।
এক পুর স্বাস্থ্য আধিকারিকের কথায়, ‘রোগী না থাকায় উত্তীর্ণ ছাড়া পুরসভা পরিচালিত সমস্ত সেফ হোম এখন বন্ধ। উত্তীর্ণে ১৪ জন রোগী রয়েছেন। তৃতীয় ঢেউ আসন্ন ধরে নিয়ে সেফ হোমগুলিতে শিশুদের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি।’ পুরসভা সূত্রের খবর, শিশুদের জন্য পুর চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছেন পুর কর্তৃপক্ষ। এ বিষয়ে ‘ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ’-এর সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। আরও শিশুরোগ চিকিৎসকদের দিয়ে পুর চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করানো হবে বলে খবর।