মাসপ্রতি কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এবার তারই তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। নির্দিষ্ট সপ্তাহান্তের ছুটি ছাড়াও আঞ্চলিক বা জাতীয় উৎসবে বা বিশেষ দিনে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকে। তাছাড়া বর্তমানে করোনা পরিস্থিতিতে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবার সময়তেও অনেকটা কাটছাঁট করা হয়েছে। ফলে, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, আগে থেকে তা জেনেই ব্যাঙ্কে যাওয়া ভাল।
আগামী জুলাই মাসে কি আপনার ব্যাঙ্কে কাজ আছে? তাহলে অবশ্যই দেখে নিন, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ। সেই মতোই কোনদিন ব্যাঙ্ক যাবেন আগে থেকে স্থির করে নিন। তবে এর মধ্যে বেশ কিছু ছুটি অঞ্চল বিশেষে প্রযোজ্য। তাই আগে সেই ভেরিফিকেশন অবশ্য করে নেওয়া প্রয়োজন।
রবিবার ও শনিবারের ছুটি :
৪ঠা জুলাই – রবিবার।
১০ই জুলাই – দ্বিতীয় শনিবার।
১১ই জুলাই – রবিবার।
১৮ই জুলাই – রবিবার।
২৪শে জুলাই- চতূর্থ শনিবার।
২৫শে জুলাই – রবিবার।
শনি-রবিবার বাদে যে যে দিন ব্যাঙ্কে ছুটি থাকবে :
১২ই জুলাই : রথযাত্রা।
২১শে জুলাই : বকরি ঈদ।