টুইটার ও কেন্দ্রের মধ্যে বর্তমানে বনিবনা এমনিতেই ভাল নয়। এবার সেই বিরোধ আরও চড়তে পারে। ভারতের মানচিত্রই বদলে ফেলল টুইটার। এই সোশ্যাল মিডিয়ার একটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীর, লাদাখ আলাদা দেশ। যা নিয়ে চরমে উঠেছে বিতর্ক।
এবিষয়ে সরকারি এক সূত্রের দাবি, টুইটার ভারতের যে ম্যাপ ওয়েবসাইটে দেখাচ্ছে, তাতে জম্মু-কাশ্মীর এবং লাদাখ অন্তর্ভুক্ত নেই। এক্ষেত্রে অভিযোগ উঠেছে টুইটার নিজস্ব ওয়েবসাইটে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক দেশ হিসাবে দেখিয়েছে।
উল্লেখ্য, টুইটারের ক্যারিয়ার পেজে টুইপ লাইফ বিভাগে একটি ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে। এই মানচিত্রে ভারতও রয়েছে। তবে ভারতের মানচিত্রটি দেখে উঠেছে প্রশ্ন। এর আগেও একবার লাদাখকে ভারতের অংশ হিসাবে দেখায় নি টুইটার। তবে পরে অবশ্য ওই সংস্থা সেই ভুল শুধরে নিয়েছিল। কিন্তু ফের একই কাণ্ড ঘটায় প্রশ্নের মুখে পড়ল টুইটার।