আশঙ্কাকে সত্যি করে এবার একেবারে সেঞ্চুরির দোরগোড়ায় শহরের পেট্রোল ও ডিজেলের দাম। আজ প্রতিদিনের মতোই নিয়ম মেনেই ফের বাড়ল জ্বালানির মূল্য। একলাফে অনেকখানি দাম বেড়ে কলকাতায় আজ লিটারপিছু পেট্রোলের মূল্য ছাড়াল ৯৮ টাকার গণ্ডি। হু হু করে বেড়ে চলেছে ডিজেলের দামও। গত ৪ মে থেকে এই নিয়ে ৩১ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। অতিমারীর মধ্যে যা নিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
রবিবার কলকাতায় পেট্রোলের দাম ৩৩ পয়সা বেড়ে হল ৯৮.৩০ টাকা। একলিটার ডিজেলের জন্য শহরবাসীর খরচ হবে ৯১.৭৫ টাকা। যে গতিতে দাম বাড়ছে, তাতে পেট্রোলের দাম এই সপ্তাহের মধ্যেই সেঞ্চুরি হাঁকাতে পারে বলে আশঙ্কা শহরবাসীর। মুম্বইয়ের বাসিন্দাদের অবস্থা আরও করুন। অনেকদিন আগেই সেখানে পেট্রোল মূল্য একশোর গণ্ডি পেরিয়েছে। আর তার পর থেকে কেবল ঊর্ধ্বমুখী গ্রাফই দেখে চলেছেন আমজনতা। আজ মুম্বইয়ে লিটারপ্রতি পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৪.৫৬ টাকায়। ডিজেলের মূল্য ৯৬.৪২ টাকা।
রাজধানী দিল্লীতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হল যথাক্রমে ৯৮.৪৬ এবং ৮৮.৯০ টাকা। চেন্নাইয়ে এক লিটার পেট্রোল ও ডিজেল কিনতে আজ খরচ ৯৯.৪৯ এবং ৯৩.৪৬ টাকা। গোটা ভারতে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ভোপালে। ১০৬.৭১ টাকা প্রতি লিটার। সেখানে ডিজেলের দাম লিটারপিছু ৯৭.৬৩ টাকা। রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, উড়িষ্যা, লাদাখ, বিহার এবং কেরল- এই ১১টি রাজ্যে সেঞ্চুরি পেরিয়েছে পেট্রোল মূল্য।