রাজ্যে জাল ভ্যাকসিন কাণ্ডের পর্দাফাঁস হওয়ার পর থেকেই শাসকদলের নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার পালটা দিয়ে দিলীপদের বিরুদ্ধেই ভ্যাকসিন কেলেঙ্কারির ‘পরিকল্পনা’র অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শনিবার তিনি দাবি করেন, ‘দিলীপ ঘোষরাই পরিকল্পনা করে ভ্যাকসিন জালিয়াতি করিয়েছেন।’ এদিন উত্তরপাড়ায় দলীয় কর্মসূচীতে যোগ দিতে এসে শ্রীরামপুর সাংসদ বলেন, ‘ভ্যাকসিন কাণ্ডে ঠিকঠাক তদন্ত চলছে। আমার মনে হয়, দিলীপ ঘোষেদের বিজেপির লোকেরাই পরিকল্পনা করে সমস্ত কাজ করাচ্ছে। দিলীপ ঘোষের লোকেদের সঙ্গে কারও না কারও আঁতাত রয়েছে। এসব বিজেপি থেকে পরিকল্পনা করে করছে।’
ভ্যাকসিন কাণ্ডে বিজেপির সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে আইনজীবী-সাংসদের মন্তব্য, ‘অশিক্ষিত লোক যখন সাংসদ হয় আর অশিক্ষিত লোক যখন দলের সভাপতি হয় তখন এই সমস্ত কথাবার্তা বলে। কারণ আইনটা জানে না। রাজ্য সরকার কোন জায়গায় তদন্ত করতে পারে, কোন জায়গায় সিবিআই তদন্ত করতে পারে, এসব আইন জানা নেই। তাই সিবিআই তদন্তের কথা বলছে।’
একইসঙ্গে বিজেপি সাংসদ জন বার্লা, সৌমিত্র খাঁ-দের বাংলা ভাগের দাবি নিয়ে কল্যাণের কটাক্ষ, ‘দিলীপ ঘোষের কথার মধ্যেই পরস্পরবিরোধীতা রয়েছে। ওঁর দলের মধ্যেও পরস্পর বিরোধিতা রয়েছে। কখনও (তাঁরা) বলছেন রাজ্য ভাগ চাই না। আবার কখনো বলেছেন ছোট ছোট রাজ্য চাই। আসলে ওঁদের নিজেদের মধ্যেই স্বচ্ছতা নেই। দলের মধ্যে নিজেদের মধ্যেই কোনও ঠিক নেই।’