বাংলায় অনির্দিষ্টকালের জন্য রেশন গ্রাহকদের বিনামূল্যে চাল-গম দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করল খাদ্য দপ্তর। গত বছর জুলাই মাসে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই সময়সীমা চলতি জুন পর্যন্ত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই অবশ্য ঘোষণা করেছিলেন যে, রেশনে বিনামূল্যে খাদ্য বণ্টন চালিয়ে যাওয়া হবে। খাদ্যদপ্তর এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল, নতুন কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা চলবে। বিভিন্ন শ্রেণির রেশন গ্রাহকরা এখন যে পরিমাণ খাদ্যসামগ্রী পান সেটাই বজায় থাকবে। রেশন ডিলারদের কমিশন ও পরিবহণ খরচ বিল পেশ করে নিতে হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণা হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে রেশন গ্রাহকদের বিনামূল্যে খাদ্য দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এদিকে কেন্দ্রীয় সরকার আগামী নভেম্বর পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের রেশন গ্রাহকদের জন্য অতিরিক্ত ৫ কেজি করে চাল-গম দেওয়ার ঘোষণা করলেও জুলাইয়ের বরাদ্দ অনুমোদনের বিজ্ঞপ্তি রাজ্য খাদ্যদপ্তরের কাছে আসেনি এখনও।