এবার ভুয়ো টিআরপি মামলায় দ্বিতীয় চার্জশিটে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর নাম উল্লেখ করল মুম্বই পুলিশ।
প্রসঙ্গত, মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেয় মুম্বই পুলিসের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ)। চার্জশিটে নাম রয়েছে রিপাবলিক টিভির মালিকানা সংস্থা এআরজি আউটিলিয়ারেরও।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে টিআরপি কেলেঙ্কারি সামনে আসে। রেটিং সংস্থা বার্ক অভিযোগ করে প্রভাব খাটিয়ে কিছু সংস্থা টিআরপিতে কারচুপি করছে। সেই সূত্রেই উঠে আসে রিপাবলিক টিভির নাম।