গত মে মাসে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল শহরের দুই বড় কালীমন্দির দক্ষিনেশ্বর ও কালীঘাট। তবে মে মাসের তুলনায় জুনের শেষে এসে রাজ্যে এখন কোভিডের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। সরকারি তৎপরতায় বিভিন্ন বিধিনিষেধ পালনের জেরে থিতিয়ে পড়েছে সংক্রমণ। তাই কালীঘাট আর দক্ষিণেশ্বরের দরজা আবার খুলে গেল।
সমস্ত করোনা বিধি মেনে গতকালই খুলে দেওয়া হয়েছে কালীঘাট মন্দির। আর এবার খবর মিলেছে, আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে খুলে যাবে দক্ষিণেশ্বরও। আগামীকাল জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা। তাই এই দিন থেকেই খুলছে দক্ষিণেশ্বর মন্দির। সাধারণ ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী মন্দিরে যাতায়াত করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সমস্ত কোভিড বিধিনিষেধ মেনে মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মন্দির সূত্রে খবর, আপাতত সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৩টে থেকে মন্দির খুলবে। সন্ধ্যারতির পরেই অবশ্য বন্ধ করে দেওয়া হবে মন্দিরের প্রধান ফটক। মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য একসাথে ২০ জনের বেশি ঢুকতে পারবেন না। এর পাশাপাশি থার্মাল চেকিংয়ের ব্যবস্থাও থাকবে।