রাইজিং বেঙ্গল নিউজ ব্যুরো: পুজোর আগেই রাজ্যে আপার প্রাইমারি এবং প্রাইমারিতে মোট ২৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। সোমবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরও ৭ হাজার ৫০০ শিক্ষক আগামী বছরের মার্চের মধ্যে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুজোর মধ্যেই ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে৷ প্রাইমারিতেও আরও সাড়ে দশ হাজার শিক্ষক নিয়োহ হবে৷ পুজোর পরে মার্চ মাসের মধ্যে প্রাইমারিতে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ অর্থাৎ সবমিলিয়ে প্রায় ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ ফলে স্কুলগুলিরও সুবিধে হবে’৷
মু্খ্যমন্ত্রী অবশ্য আশ্বস্ত করেছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেবে রাজ্য সরকার৷ শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরই নিয়োগ করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মেধাই তাঁদের পরিচয় হবে৷ কারও কাছে লবি করার প্রয়োজন নেই৷ যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, যোগ্য প্রত্যেকে চাকরি পাবেন৷ আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল৷’
প্রসঙ্গত, শনিবার রাতেই একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরু হবে সোমবার থেকে। যদিও সেই নোটিসে উল্লেখ ছিল না যে ঠিক কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে। ফলে একটা বিভ্রান্তি ছড়িয়েছিল। একই সঙ্গে উচ্চ প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলেও প্রাথমিক নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টি কী হবে তা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছিল। সেই বিভ্রান্তি কাটিয়ে মুখ্যমন্ত্রী এ দিন জানিয়ে দেন, কোন পদে কোন সময় এই নিয়োগগুলি হবে।
