‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে অক্সিজেন’, ‘দুয়ারে রেশন’, ‘দুয়ারে ত্রাণ’-এর পর এবার ‘দুয়ারে ভ্যাকসিন।’ চন্দননগরে ৮০ বছর ঊর্দ্ধদের জন্য মুখ্যমন্ত্ৰীর নির্দেশে ও বিধায়ক ইন্দ্রনীল সেনের উদ্যোগে চালু হয়েছে এই কর্মসূচী। কাজ শুরুর পর থেকেই প্রচুর বয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। নিজে উপস্থিত থেকে কাজের দেখাশোনা করছেন ইন্দ্রনীল সেন। ১০৫ বছরের বৃদ্ধের বাড়িতে গিয়ে ভ্যাকসিন প্রদান সত্যিই অনন্য নজির হয়ে রইল।
এদিন ভ্যাকসিন নেওয়ার পর হাসি দেখা যায় সেই বৃদ্ধ হেমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মুখে। খুশি এলাকার বাকিরাও। এলাকাবাসীদের কথায়, “এই ভাবেই সুন্দর ও সুস্থ হয়ে এগিয়ে যাক পিতৃ ও মাতৃতুল্য সকল প্রবীণ নাগরিক। সুস্থতার পথে হাত বাড়িয়ে দিন ইন্দ্রনীল সেন মহাশয় এর মতো উদার মানুষেরা।” ইন্দ্রনীল সেনের কথায়, “ভালো আছে বাংলা, আমার চেষ্টায় ভালো থাকবে চন্দননগর।”