যশ-বিধ্বস্ত মানুষদের জন্য এ বার দুয়ারে এল করোনার টিকাকরণ পরিষেবা। সোমবার উত্তর ২৪ পরগনার প্লাবিত এলাকার চাঁপাতলার ওই বাসিন্দাদের টিকা দেওয়ার ব্যবস্থা করে গ্রাম পঞ্চায়েত প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, বিদ্যাধরী নদীর পাড়ে বসবাসকারী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন চৌধুরী রেজা সাধারণের সমস্যা নিয়ে একটি কর্মসূচী গ্রহণ করেছিলেন। ‘প্রধানকে বলো কর্মসূচী’ নামে সেই উদ্যোগ বেশ সাড়া ফেলেছিল। এ বার প্লাবিত এলাকায় টিকা দেওয়ার ব্যবস্থা করলেন হুমায়ুন।
উল্লেখ্য, পঞ্চায়েতের সব সদস্যকে বাড়ি বাড়ি পাঠিয়ে এলাকার মানুষদের নাম টিকার জন্য নথিভুক্ত করানো হয়। সোমবার তাঁদের একসঙ্গে টিকা দেওয়ার কর্মসূচী শুরু হয়েছে। হুমায়ুন বলেন, “দুয়ারে ভ্যাকসিন পরিষেবা চালু হওয়ার ফলে এলাকার কেউ তা থেকে বঞ্চিত হবেন না।”