রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন নন্দীগ্রাম আসনে ভোটের ফলাফল ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করেই বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মামলা যেই বিচারপতির এজলাসে উঠেছে, তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উল্লেখ্য, এদিন এই মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি কৌশিক চন্দ। তারপরই বিচারপতি চন্দ বিজেপি ঘনিষ্ঠ বলে অভিযোগ ওঠে। দিলীপ ঘোষের বৈঠকে তিনি যোগ দিয়েছেন, এই অভিযোগ তুলে দুটি ছবিও পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
এদিন বিজেপির একটি সভার দুটি ছবি পোস্ট করে ডেরেক প্রশ্ন তোলেন, ‘ছবিতে যাঁকে গোল করে চিহ্নিত করা হয়েছে, ইনি কে? ইনি কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?’ এরপর এই বিচারপতির এজলাসে কেন নন্দীগ্রাম মামলা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক সহ তৃণমূলের একাংশ। সেই ছবিগুলির একটিতে দিলীপ ঘোষের পাশে বসে থাকা একজনকে গোল করে চিহ্নিত করা। অপর ছবিটিতে, দিলীপ ঘোষ ভাষণ দিচ্ছেন, সেখানে একজন বসে থাকা ব্যক্তিকে চিহ্নিত করা। উল্লেখ্য, শুক্রবার মামলার শুনানি শুরু হতেই বিচারপতি কৌশিক চন্দ জানান, মামলার শুনানি করা হবে আগামী বৃহস্পতিবার। সব পক্ষকে ওই দিন উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।