মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টিতে রীতিমত ভাসছে দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ শহরতলিতে জল জমেছে কার্যত প্রাণান্তকর অবস্থা সাধারণ মানুষের। অন্যদিকে, বাঁকুড়াতেও সবকটি নদীতে বেড়েছে জলস্তর। কার্যত ফুঁসছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শীলাবতি, কংসাবতি নদী। এমনকি ভাদুল ও মীনাপুর সেতুর উপর দিয়ে বইছে জল। জলের তলায় মানকানালি সেতুও। যার ফলে প্রবল আশঙ্কার প্রহর গুনছে বাঁকুড়াবাসী।
সূত্রের খবর, প্রায় পাঁচ ফুট জলের তলায় গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। ফলে গন্ধেশ্বরীর ওপাড়ে থাকা মানকানালি, উখড়াডিহি-সহ অন্যান্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নদীর দু’পাড়ে থাকা নীচু এলাকার মানুষ প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টায় বাঁকুড়া শহরে ৩৩০ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। একটানা বৃষ্টিতে জল জমেছে বাঁকুড়া শহরের ১৬ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। ফলত জলবন্দী হয়েছেন বহু মানুষ। এই দুর্ভোগের দিনে এলাকার বিজেপি বিধায়কের দেখাই মেলেনি বলে অভিযোগ করেছেন এলাকাবাসীর।