ফের রাজ্যপালকে তীব্র কটাক্ষ পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের। ‘রাজ্যপালের কাউন্সেলিং দরকার’ বলে মন্তব্য করেন ফিরহাদ। বুধবার জগদীপ ধনকরের দিল্লী সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘ভোটের পর বাংলায় হিংসা হয়নি। মুখ্যমন্ত্রী এমন কোনও কাজ করেননি যার জন্য রাজ্যপালকে দিল্লি যেতে হবে।’ তাঁর আরও সংযোজন, ‘বিজেপির মদতে কাজ করছেন জগদীপ ধনকর। শুধুমাত্র চেঁচামেচি করে বাংলাকে অশান্তি বাধানোর চেষ্টা করা হচ্ছে। বাংলার মানুষ কখনই তা মেনে নেবে না। সারাক্ষণ শুধু অশান্তি আর অশান্তি। বাংলার মানুষ যথেষ্ঠ শান্তিতে আছেন।’
বুধবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ৯৬তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে চেতলায় কেওড়াতলা মহাশ্মশানের পাশে মূর্তিতে মাল্যদান করেন ফিরহাদ হাকিম। সেখানে তিনি আক্ষেপের সুরে বলেন, ‘যিনি প্রথম কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন সেই জায়গায় আমি রয়েছি। তাঁর নোখের যোগ্যও হতে পারলেও নিজেকে ধন্য মনে করব।’
রাজ্যপাল জগদীপ ধনকরের দিল্লী সফর নিয়ে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। ফের রাজ্যপালকে ‘আঙ্কলজি’ বলে তোপ দেগে মহুয়া টুইটারে লেখেন, ‘আঙ্কলজি দিল্লী যাচ্ছেন…রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না’। এদিকে, রাজ্যপালের দিল্লী সফর ঘিরে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। সোমবারই শুভেন্দু অধিকারী-সহ ৫০ জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর তার পরের দিনই দিল্লী উড়ে যান রাজ্যপাল। আগামী ১৮ জুন কলকাতায় ফিরবেন তিনি। রাজ্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধনকরের দিল্লী সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।