ভালোয় ভালোয় ইয়াসের ফাঁড়া কাটলেও এবার একদিনের বৃষ্টিতেই সিঁদূরে মেঘ দেখছেন বাঁকুড়াবাসী। মাত্র ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি হয়েছে ১৯৭.২ মিলিমিটার। কিন্তু অল্প সময়ের ওই অত্যন্ত ভারী বৃষ্টিতেই জল বেড়েছে বাঁকুড়ার গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর-সহ স্থানীয় সব নদীতেই। দুকূল ছাপিয়ে বইছে বাঁকুড়া শহরের দু’পাশ দিয়ে বয়ে চলা গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর।
এদিকে, জলস্তর বেড়ে যাওয়ায় স্রোতের টানে ভেসে গেছে গন্ধেশ্বরী নদীর উপর তৈরি অস্থায়ী রাস্তাও। হঠাৎ জলস্তর বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে গন্ধেশ্বরী নদীর সতীঘাটে নির্মীয়মাণ সেতুর ক্রেন-সহ বিভিন্ন যন্ত্রপাতি। বৃষ্টি অব্যাহত থাকায় জলস্তর এখনও বেড়েই চলেছে নদীগুলিতে বলেই খবর। বৃষ্টি যদি চলতেই থাকে এবং তার জেরে গন্ধেশ্বরী নদীর জলস্তর যদি আর একটু বৃদ্ধি পায় তবে নদী পার্শ্ববর্তী বাইপাস জলমগ্ন হওয়ার আশঙ্কা আছে। তবে পরিয়াস্থি সামাল দিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে।