দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরা টিকা নিতে চাইছেন না। করোনার টিকা নিয়ে তাঁদের মধ্যে ভুল ধারণা ও আশঙ্কা রয়েছে। এমনই মন্তব্য করলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
ঋষিকেশের একটি অনুষ্ঠানে বিতর্কিত এই মন্তব্য করেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তিনি বলেন, ‘আমাদের দেশে যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন এখন রয়েছেন- আমি ইচ্ছাকৃতভাবেই নাম নিচ্ছি, কারণ তাঁরা টিকা নিতে চাইছেন না। তাঁদের মধ্যে এখনও টিকা নিয়ে দ্বিধা, আশঙ্কা আর ভুল ধারণা রয়েছে’।
টিকা নিয়ে মুসলিমদের যে ভুল ধারণা রয়েছে তা অবিলম্বে কাটানোর দরকার বলে মনে করেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, টিকা না নিলে করোনার মতো মারণ রোগকে শেষ করা যাবে না। যে কেউ এই ভাইরাসের শিকার হতে পারে বলে জানান তিনি। তারপরই আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘টিকা না নিলে আমরা সুপার স্প্রেডার হয়ে উঠতে পারি। তাই আমি সকলকে টিকা নিতে অনুরোধ করছি’। টিকাকরণের প্রচারে মিডিয়া ও সমাজকর্মীদের আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেন তিনি।
গত মার্চ মাসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন রাওয়াত। শোনা যায়, দলের অন্দরেই অনেকের ক্ষোভ ছিল তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছেল যে রাওয়াত ইস্তফা না দিলে বিধায়কদের একাংশ রীতিমতো বিদ্রোহ ঘোষণা করতেন। তাই দিল্লীর নেতাদের সঙ্গে বৈঠক করার পরের দিনই ইস্তফা দিয়েছিলেন তিনি। তারপর আবার মে মাসে করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। সারা দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ছিল তখন রাওয়াত বলেছিলেন, ‘করোনা ভাইরাস মানুষের মতোই একটি প্রাণী। তারও বাঁচার অধিকার আছে’।