সিঙ্গুর নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কৃষক সমস্যার প্রসঙ্গ টেনে মোদী সরকারকে খোঁচাও দিলেন।
সোমবার টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘দশ বছর আগে আজকের দিনে দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের পর ‘সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল ২০১১’ বিধানসভায় পাশ হয়েছিল।’ তাঁর সংযোজন, ‘আমরা কৃষকদের অধিকার নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এবং তাঁদের সমস্যাগুলির সমাধান করেছি, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছি।’
এই প্রসঙ্গে কেন্দ্রর বিরুদ্ধে টুইটে সুর চড়িয়েছেন তিনি। মমতা লিখেছেন, ‘কেন্দ্রের উদাসীনতার কারণে দেশজুড়ে আমাদের কৃষক ভাইরা যে কষ্ট ভোগ করছেন তা আজ আমার মনেও কষ্ট দিচ্ছে। এক সঙ্গে আমরা আমাদের সমাজের ‘মেরুদণ্ড’র ভালো থাকা নিশ্চিত করার জন্য আমাদের লড়াই চালিয়ে যাব। তাদের অধিকারগুলি তুলে ধরা আমাদের অগ্রিধকারে রয়েছে।”
প্রসঙ্গত, ৯ জুন সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য অর্ডিন্যান্স জারির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিধানসভায় ‘সিঙ্গুর বিল’ পাশ হয়। কেন্দ্রের বিরুদ্ধে এর আগেও কৃষক ইস্যুতে সুর চড়িয়েছে মমতা।