গত কয়েক সপ্তাহ ধরেই তাঁর সঙ্গে দলের দূরত্ব ক্রমশই স্পষ্ট হচ্ছিল। তিনি সুদীপ রায় বর্মন, ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিপ্লব দেব সরকারের জনপ্রিয়তম মুখ। আর এবার মুকুল রায় বিজেপি ছাড়তেই দলের ভিতরে বাইরে গুঞ্জন শুরু হয়েছে যে, সুদীপ রায় বর্মনও এবার বিজেপি ছাড়ছেন। তবে শুধু তিনি একা নন, সূত্রের খবর বিজেপি ছাড়ার সম্ভাবনা ত্রিপুরায় মুকুল ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন বিধায়কের।
মুকুল রায়ের ভাবশিষ্য সুদীপ রায় বর্মন ত্রিপুরার বিজেপিতে বিপ্লব দেবের উল্টো লবির লোক বলেই পরিচিত। বিপ্লব দেব সরকারের অংশ হলেও বারংবার তাঁকে সরকারের সমালোচনায় মুখর হতে দেখা গিয়েছে। দিন কয়েক আগেই কোভিড ব্যবস্থাপনা নিয়ে সরকারকে বিঁধেছিলেন সুদীপ। তিনি সরাসরি বলেন, প্রতিদিন সরকার করোনা নিয়ে যে তথ্য দিচ্ছে তা হিমশৈলের চূড়ার মতো। পরিস্থিতি আরও ভয়াবহ। এভাবেই নানা সময় নানা কথা বলে বিপ্লবের বিরাগভাজন হয়েছেন সুদীপ। এমনকি দূরত্ব বেড়েছে কেন্দ্রের সঙ্গেও।
আর এবার মুকুল তৃণমূলে ফিরে আসতেই তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন অনুগামীরা। ইতিমধ্যেই নাকি তিনি ৩৫ জন বিজেপি নেতার তালিকা তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই ৩৫ জনের মধ্যে অন্তত ২৭ জন বিধায়ক, একজন সাংসদ রয়েছেন বলেই গুঞ্জন। সূত্রের খবর, এদের মধ্যে কারা অন্তর্ভুক্ত হতে পারেন আর কারা পারেন না এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। তবে কিছু শর্ত রয়েছে। দেখা হবে কারা জয়ী হয়েছেন অর্থাৎ সাংগঠনিক দক্ষতাকেই অগ্রাধিকার দেবে তৃণমূল।