মুকুল তৃণমূলে যোগ দেওয়ার পরেই বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তপন সিনহা। এবার ‘বেসুরো’ নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সুনীল সিংহও। শনিবার সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘ভবিষ্যতে কী হবে, এখনই বলা যাচ্ছে না’।
বিজেপিতে মুকুলপন্থী বলেই পরিচিত সুনীল। তিনি আবার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয়ও বটে। মুকুলের হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁর দাবি মুকুল রায় চলে যাওয়ায় বড় ক্ষতি হল বিজেপির।
তবে দলবদলের জল্পনা জিইয়ে রেখেছেন সুনীল। শনিবার তিনি বলেন, ‘মুকুল রায় বড় মাপের নেতা। তিনি চলে যাওয়ায় বিজেপির ক্ষতি হবে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলাম মুকুল রায়ের হাত ধরেই। ভবিষ্যতে কী হবে, সময় বলবে’। এই মন্তব্যের পরই সুনীলের তৃণমূলে যোগদানের জল্পনা বেড়েছে। তবে এই নিয়ে বিজেপি বা ঘাসফুল শিবিরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই ‘বেসুরো’ বেশ কয়েকজন বিজেপি নেতা। বনগাঁর তপন সিনহা ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। বীরভূমে মণিরুল ইসলাম, গদাধররা শাসকদলে ফিরতে চেয়ে নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। মুকুলের দলত্যাগে কতজন বিজেপি নেতা শিবির বদলান এখন সেটাই দেখার।