গত মাসেই ফল প্রকাশ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত এক-দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। এবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে চলতি সপ্তাহে দু’বার দাম বাড়ল এই দু’টি জ্বালানির। গত ৪ মে থেকে ২৪ বার!
শনিবার দেশে সর্বোচ্চ দামে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল! এরমধ্যে রেকর্ড গড়ে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ডিজেলের দাম পৌঁছল ১০০ টাকার ওপরে। ভারতে প্রথমবার ১০০ টাকার বেশি দরে পেট্রোল-ডিজেল উভয় জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে মানুষ। শ্রীগঙ্গানগর জেলায় ডিজেলের দাম রয়েছে ১০০.২৯ টাকা। পেট্রোলের দাম রয়েছে ১০৭.৪৮ টাকা।
এদিন, দেশের বাণিজ্যনগরী মুম্বইতে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ১০২.৩০ টাকা দরে। চারটি বড় মেট্রো শহরের মধ্যে মুম্বইতেই পেট্রলের দাম সবচেয়ে বেশি। অন্যদিকে, ডিজেলের মূল্য লিটার প্রতি ৯৪.৩৯ টাকা। দক্ষিণের শহর চেন্নাইতেও পেট্রোলের দাম ১০০-এর কাছাকাছি। চেন্নাইতে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৭.৪৩ টাকা দরে। ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯১.৬৪ টাকা দামে।
কলকাতাতেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল। এর আগে কখনও এত দামে জ্বালানি কিনতে হয়নি মহানগরবাসীকে। ‘সিটি অব জয়’-এ এদিন পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.০৬ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৮৯.৮৩ টাকা। অন্যদিকে, রাজধানীতেও শনিবার বেড়েছে পেট্রোলের দর। দিল্লীতে এদিন পেট্রোলের দাম রয়েছে ৯৬.১২ টাকা। পাশাপাশি ডিজেলের দামও বেড়ে লিটার প্রতি ৮৬.৪৭ টাকা হয়েছে।