মুকুল রায়ের দল ছাড়া নিয়ে বিজেপি যে একেবারেই প্রস্তুত ছিল না তা বারবার ধরা পড়ছে বঙ্গ বিজেপির নেতাদের গলায়। এখনও তাঁরা বুঝেই উঠতে পারছেন না কী ভাবে পদ্মাসন থেকে ঝরে গেলেন মুকুল। সে প্রসঙ্গ উঠলে কথার খেইও হারিয়ে ফেলছেন কেউ কেউ।
শনিবার মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির তো গুলিয়েই গেল ভোটে ক’টা আসন জিতেছেন তাঁরা। ৭৭-এর বদলে মুখ ফস্কে ১৭৭ বলে ফেললেন দিলীপ ঘোষ।
মুকুল রায়ের বিজেপি ত্যাগ দলের জন্য বড় ধাক্কা বলে যখন মনে করছেন নিচুতলার নেতারা, বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের মুখে তখন অন্য কথা। মুকুল রায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। মুকুল ছাড়া যেখানে তৃণমূলের জয়রথ ছুটল, সেখানে মুকুলকে সঙ্গে নিয়েও তাদের কেন হারের মুখে পড়তে হল তা নিয়েই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেন, ‘মুকুল রায় কেমন চাণক্য? ওনাকে ছাড়াও তৃণমূল তো ২১৩টা আসন জিতল। কিন্তু আমরা ২০০ টার্গেট করে ১৭৭…ইয়ে ৭৭টা আসন পেলাম’।
একইসঙ্গে তৃণমূলে মুকুল যাওয়ার পর যাঁরা বিজেপি ছাড়ার জন্য পা বাড়িয়েছেন তাঁদেরও হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের কথায়, ‘দল ছাড়াটা কারও কারও অভ্যাসে পরিণত হয়েছে। তাই তাঁরা করছেন। ভারতীয় জনতা পার্টি সেই লোকেদের উপর নির্ভরশীল যাঁরা রক্ত দিয়ে, ঘাম দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন। তাঁরা পার্টির সঙ্গেও আছেন। যাঁরা কেবল ক্ষমতার স্বাদ নিতে চান, ক্ষমতায় এসে যত রকম ধান্দা হয় করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না। থাকতে দেব না আমরা’।