প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে অসম্মানজনক পোস্ট শেয়ার করার অভিযোগে আসামের কাছার জেলায় এক কংগ্রেস কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ১৭ই মে বিজেপির যুব মোর্চা শিলচরের কংগ্রেস আইটি সেলের সদস্য আবীর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর করে। এরপরই বৃহস্পতিবার আবীর চৌধুরীকে আটক করে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে।
তার মোবাইল ফোনটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে আইটি অ্যাক্টে তাকে আটক করা হয়েছে। বাড়ির সামনে থেকে তাকে ধরা হয়েছে। আরও তদন্তের জন্য় তার মোবাইল ফোনটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
কংগ্রেসের শিলচর ইউনিটের মুখপাত্র জ্যোতিন্দ্র দে বলেন, ‘পুলিশ তাদের কর্তব্য করেছে। এনিয়ে আমাদের বলার কিছু নেই।তবে কিছু খবরের লিঙ্ক শেয়ার করার জন্য যদি মামলা হয় তবে তা সুস্থ গণতন্ত্রের লক্ষ্ণণ নয়।এমনকী সেই লিঙ্কের সঙ্গে সে কিছু লেখেওনি। তবে কি সরকার এটা বোঝাতে চাইছে শাসকদলের সমালোচনা করলেই তাকে জেলে যেতে হবে?’
কাছারের যুব মোর্চার নেতা অমিতেশ চক্রবর্তী বলেন,’দুষ্কৃতীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলনা করা, তাদেরকে ভাইরাস বলে তুলে ধরাকে মেনে নেওয়া যায় না। রাজনৈতিক আদর্শকে সমালোচনা করা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সোশ্যাল মিডিয়ায় অপমান করার মধ্যে একটা বিভেদ রেখা থাকা দরকার।অভিযোগের দু সপ্তাহ পর পুলিশ যে তাকে গ্রেফতার করেছে এজন্য পুলিশকে ধন্যবাদ।’