তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পর বাঁধ মেরামত, বনসৃজনের কাজে অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এ ব্যাপারে তদন্তেরও নির্দেশ দিয়েছেন। এই আবহেই এবার প্রাক্তন আইপিএস অফিসার রীনা মিত্রকে রাজ্যের দুর্নীতি দমন শাখা তথা অ্যান্টি কোরাপশন ডাইরেক্টরেটের নতুন অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ১৯৮৩ ব্যাচের এই আইপিএস অফিসার কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রকে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের স্পেশাল সেক্রেটারি ছিলেন। ২০১৯ সালে তিনি অবসর নেওয়ার পর তাঁকে বাংলায় বিশেষ দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছিল রীনা মিত্রকে। এবার তাঁকেই দুর্নীতি দমন শাখার ওএসডি করলেন মুখ্যমন্ত্রী।