বাংলায় ভোটের পর্ব মিটে গেছে অনেক দিন আগেই। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মমতা। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের হয়ে বাঁকুড়ার নির্বাচনে দাঁড়িয়েছিলেন তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অবশেষে তাঁকে দেখতে হয় হারের মুখ। তবে হেরে গিয়েও ময়দান ছাড়েননি তিনি। বুধবার করোনা মোকাবিলায় এবার বাঁকুড়ার জন্য খোলা হল ‘কোভিড কেয়ার ইউনিট’। এই প্রকল্প উদ্বোধন করেন সায়ন্তিকা। সঙ্গে উপস্থিত ছিলেন পার্থসারথি মুখোপাধ্যায়, কোভিড কেয়ার নেটওয়ার্কের সত্যরূপ সিদ্ধান্ত এবং বাঁকুড়া পৌরসভার প্রশাসক অলকা সেন মজুমদার।
প্রসঙ্গত, ‘লিভার ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বাঁকুড়ার আইলাকান্দি পিটিটিআই কোভিড কেয়ার নেটওয়ার্কের যৌথ উদ্যোগে প্রায় ২০ টি শয্যার কোভিড কেয়ার সেন্টার চালু করা হবে। এই সেন্টারে পাওয়া যাবে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা, থাকবে স্বাস্থ্যকর্মীদের ব্যবস্থা। মূলত করোনায় আক্রান্ত হলে এই সেন্টারে ভর্তি করা যাবে। প্রাথমিক চিকিৎসা হবে এখানেই, এরপর রুগীর অবস্থা আশঙ্কা জনক মনে হলে তখন তাঁকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে।
পাশাপাশি বাঁকুড়ায় চালু হবে ‘দুয়ারে ডাক্তার’ এবং ‘দুয়ারে ওষুধ’ প্রকল্প। করোনা আক্রান্ত রুগীরা ঘরে বসেই পাবে এই সুবিধা। যাঁরা একান্তবাসে থাকবেন তাঁদের জন্যই মূলত ‘দুয়ারে ওষুধ’ পরিষেবা। ঘরে বসেই করোনা রোগী পেয়ে যাবেন ওষুধ ও প্রয়োজনীয় ‘আইসোলেশন কিট।’ আপাতত, তিনমাসের জন্যই চালু থাকবে এই ব্যবস্থা। তবে প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হবে বলেই জানান তৃণমূল নেত্রী।