প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ নিয়ে ফের আক্রমণের ঝাঁজ বাড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তাঁর দাবি, মাসে একবার শুধু অনর্থক কথা বললেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা যাবে না ৷
রবিবার ৭৭ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল করোনার বিরুদ্ধে লড়াই ও ঝড়ে বিপর্যস্ত দেশের কথা ৷ এ দিন তিনি জানান, ভারত এখন দশগুণ বেশি মেডিক্যাল অক্সিজেন তৈরি করছে ৷ পাশাপাশি কেন্দ্রের নেওয়া নানা রণকৌশলও তুলে ধরেন মোদী৷
তারপরই মোদীর বক্তব্যকে কটাক্ষ করে টুইট করেন রাহুল গান্ধী ৷ তিনি লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সদিচ্ছা, সঠিক নীতি, একাগ্রতা প্রয়োজন ৷ মাসে একবার অনর্থক কথা বলে সেটা হবে না’৷
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশে যে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে, তার জন্য বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী ৷ প্রায় নিয়ম করে রোজই তিনি টুইটারে এই নিয়ে সরব হন ৷ এদিন ‘মন কি বাত’ নিয়ে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ।