শুক্রবার, হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিতেই জামিন পেয়েছেন নারদ কাণ্ডে ধৃত ৪ হেভিওয়েট নেতা। যদিও আগে গৃহবন্দী থাকার নির্দেশ পাওয়ার পরপরই একে একে তিন নেতা বাড়ি ফিরেছেন। কিন্তু অসুস্থতার কারণে হাসপাতালেই থাকতে হচ্ছে মদন মিত্রকে। কিন্তু এর মধ্যেই আজ যেন একেবারে অন্য মুডে কামারহাটির বিধায়ক। অনেক দিন পর ফিরলেন ফেসবুক লাইভে। কালো কুর্তা, কালো সানগ্লাস পরে পিজির বারান্দায় দাঁড়িয়ে একের পর রবীন্দ্রসঙ্গীত গাইলেন।
এদিন প্রথমেই মদনকে গাইতে শোনা যায়, ‘আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি…!’ গান শেষ করেই তিনি বলেন, ‘আমি এখন মুক্ত পুরুষ।’ এরপরই তিনি এক এক করে গেয়ে ওঠেন, ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ থেকে শুরু করে ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই!’ উল্লেখ্য, গতকালই মদন মিত্রর ছেলে তাঁর সঙ্গে দেখা করতে গেছিলেন। বেরিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর বাবার একটি টিউমার রয়েছে। তার জন্য ওষুধপত্র চলছে। তবে মেডিক্যাল বোর্ড বসে সিদ্ধান্ত নেবেন বাবাকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে।
এসএসকেএম সূত্রে খবর, মদন মিত্রকে হাসপাতাল থেকে ছাড়া হলেও তাঁকে বেশ কিছু দিন এখন বাড়িতেই বিশ্রামে থাকতে হবে। কারণ তিনি সদ্য করোনা থেকে সেরে উঠলেও এখনও পোস্ট কোভিড কিছু জটিলতা তাঁর শরীরে রয়েছে। সংক্রমণ রয়েছে মদনের ফুসফুসেও। এদিন ফেসবুক লাইভে এসেও কামারহাটির বিধায়ক বলেন যে, ‘আমি তো স্বেচ্ছায় পিজিতে আসিনি। চিকিৎসকদের পরামর্শেই এসেছি। তাঁরা যবে বাড়ি যেতে বলবেন তবেই বাড়ি যাব।’