কোনও ভাবেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হবে না। অতিমারি পরিস্থিতি কেটে গেলেই দুই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে আগেই এ কথা জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই মতোই এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আজ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু জুলাই মাসের শেষ সপ্তাহে। জানা গিয়েছে, করোনা আবহে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যম্ক পরীক্ষা নেওয়া হবে নয়া নিয়মে। মুখ্যমন্ত্রী এদিন জানান, ৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় করা হবে। স্কুলেই পরীক্ষা নেওয়া হবে। ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। স্কুলের নম্বর দেওয়া হবে ঐচ্ছিক বিষয়ে। মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে।