গতি বাড়িয়ে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। ঘূর্ণিঝড় পরিস্থিতি নজর রাখতে আজ সারাদিন নবান্নেই থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যশ মোকাবিলায় প্রয়োজনে সেনা নামানো হতে পারে বলে এদিন জানালেন মমতা। এই প্রসঙ্গ মুখ্যমন্ত্রী বলেন, ‘যেখানে প্রয়োজন হবে, সেখানে সেনা নামানো হবে’।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ২৪ ঘণ্টা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ব্লকে ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে’। প্রয়োজনে সেনা নামানো হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, দুর্যোগ মোকাবিলায় ৭৪ হাজার কর্মী থাকবেন। প্রায় ২ লাখ পুলিশকর্মী কাজ করবেন।
যশ ভয়াবহভাবে আক্রমণ করবে বলে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। ২০টি জেলা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু হয়েছে। গোটা পরিস্থিতির দিকে সারাক্ষণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মমতা। চার হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা বিধি মেনেই ত্রাণ শিবির চালানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমফানের থেকেও বড় হতে চলেছে, এমনই খবর রয়েছে। জীবনের ঝুঁকি নেবেন না। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না। বিভিন্ন ব্লকে রিলিফ সেন্টার তৈরি করা হয়েছে। ১০ লাখ মানুষকে নিরাপদে সরানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে’।