গত কয়েক মাসে বাংলা জুড়ে করোনার দাপট লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আগামীকাল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। যার জেরে গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সাইক্লোনের মোকাবিলায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন মহল। সকলেই যে যার মতো করে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত। এই সঙ্কটের দিনে সকলেই যাতে একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। কিন্তু এসবের মধ্যেও রাজনৈতিক হিংসায় কোনও বিরাম নেই।
সূত্রের খবর, গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের প্রতাপনগরে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছেন এলাকায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। তৃণমূলের অভিযোগ এলাকার তিনটি বাড়িতে সোমবার মাঝরাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বাড়ির একাংশ পুড়ে যায়। কেরোসিন তেল ঢেলে দরমার বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাসিন্দারা ছুটে আসেন। তারাই আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। এরপর খবর পেয়ে সোনারপুর থানার পুলিশও তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। ভোটের পর থেকেই গেরুয়া শিবির রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস সৃষ্টি করেছে। তারাই কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। বাসিন্দারা সময় মতো দেখতে না পেলে আরও ভয়াবহ ঘটনা হতে পারত। তবে ঘাসফুল শিবিরের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।