দেশে ভয়ঙ্কর করোনা আবহের মধ্যে একাধিকবার কোভিড ভ্যাকসিন, অ্যালোপ্যাথিক চিকিৎসার মতো নানান ইস্যুতে মুখ খুলে বিতর্ক উস্কে দিয়েছেন যোগগুরু বাবা রামদেব। এমনকি কিছুদিন আগে অ্যালোপ্যাথিকে ‘দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। যার জেরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন মন্তব্য সেই প্রত্যাহারের দাবি জানিয়ে তাঁকে চিঠি পাঠান। কেন্দ্রীয় চাপের জেরে ক্ষমাপ্রার্থনাও করেন যোগগুরু।
সেই বিতর্ক থিতনোর আগে ফের শিরোনামে তিনি। এবার নিশানায় খোদ চিকিৎসকেরা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে রীতিমতো ঠাট্টার সুরে তাঁদের সমালোচনা করেছেন রামদেব। ক্লিপিংসটি কবেকার, সেটা জানা না গেলেও সেখানে তাঁকে অনুগামীদের উদ্দেশ্যে যোগব্যায়ামের উপকারিতার কথা বলতে শোনা যায়। যোগাভ্যাসের ফলে ফুসফুস কীভাবে শক্তিশালী হয়, সেটা বোঝাচ্ছিলেন তিনি।
এতদূর ঠিক ছিল। ঠিক এরপরেই সুর কাটে। হঠাৎ চিকিৎসকদের একহাত নিয়ে তিনি বলে বসেন, “১০ হাজার চিকিৎসক ডবল ভ্যাকসিন নিয়েও প্রাণ হারিয়েছেন।” ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে এই পরিসংখ্যানও বদলে যায়। ১০ হাজারের বদলে এবার ১ হাজার চিকিৎসক। এরপর তাঁদের ঠাট্টা করে রামদেবের মন্তব্য, “কেমন ডাক্তার তাঁরা যে, নিজেদেরও বাঁচাতে পারলেন না?”
এখানেই থেমে থাকেননি যোগগুরু। পরে যোগ করেন, “চিকিৎসক যদি হতেই হয়, তাহলে রামদেবের মতো হও। যাঁর কাছে কোনও ডিগ্রি নেই। তবু সকলের চিকিৎসা করেন। ডিগ্রি ছাড়াই দৈবশক্তি আর মর্যাদার বলে আমি চিকিৎসক হয়েছি।” উল্লেখ্য, রামদেবের এই মন্তব্যের জেরেই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে তাঁকে কাঠগড়ায় তোলেন অনেকেই। কেউ কেউ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাম্প্রতিকতম বুলেটিন দেখিয়ে বলেন, যোগগুরুর বলা হাজার কিংবা ১০ হাজার চিকিৎসক মৃত্যুর তথ্য সম্পূর্ণ ভুল।