করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর তার জেরে গত বছরের থেকে পরিস্থিতি এবার আরও ভয়াবহ। রোজই ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কারণ রূপ বদলে নিজের ক্ষমতা আরও বাড়িয়ে নিয়েছে মারণ ভাইরাসটি। তবে গত কয়েকদিন ধরেই নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। আর এবার দীর্ঘদিন বাদে ২ লক্ষেরও নিচে নেমে এল দৈনিক আক্রান্তের সংখ্যাটা। শুধু আক্রান্তের সংখ্যা নয়, মৃতের সংখ্যাটাও আশাপ্রদভাবে কমেছে। দীর্ঘদিন বাদে দেশে দৈনিক মৃতের সংখ্যা নেমে এসেছে সাড়ে তিন হাজারের গণ্ডিতে। অন্যদিকে দৈনিক সুস্থতার হার এখন আক্রান্তের থেকে অনেকটাই বেশি। যার ফলে প্রতিদিন কমছে অ্যাকটিভ কেস।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। আর এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫১১ জন। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২। অর্থাৎ ২৪ ঘন্টায় অ্যাকটিভ কেস কমেছে ১ লক্ষ ৩০ হাজারের বেশি।