বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় যশ ক্রমশ ধেয়ে আসছে স্থলভাগের দিকে। আগামী বুধবার তা আছড়ে পড়বে। এদিকে, আজ সকাল থেকেই মুখভার আকাশের। বৃষ্টি তেমন না হলেও দেখা মেলেনি রোদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকালেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আর সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আরও ২৫টি ট্রেন বাতিল করল পূর্ব রেল। ইতিমধ্যেই সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি সেই বাতিল ট্রেনের তালিকাও প্রকাশ করা হয়েছে।
দেখে নেওয়া যাক, সেই তালিকায় কোন কোন ট্রেন রয়েছে-
১) ০২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট
২) ০২৬৪৩ এর্নাকুলম-পাটনা জংশন
(এই দুটি ট্রেন আজ এবং মঙ্গলবার বাতিল)
৩) ০৫২২৮ মুজফ্ফরপুর-যশবন্তপুর
৪) ০৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামবরম
৫) ০৬৫৭৮ গুয়াহাটি-যশবন্তপুর স্পেশ্যাল ট্রেন
(এই তিনটি ট্রেন আজ বাতিল)
৬) ০২৫০৭ ত্রিবান্দ্রম সেন্ট্রাল-শিলচর স্পেশ্যাল
৭) ০৮৪৫০ পাটনা জংশন-পুরী
৮) ০২৫১৫ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা স্পেশ্যাল
৯) ০২৫১৬ আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্পেশ্যাল
(এই চারটি ট্রেন মঙ্গলবার বাতিল)
১০) ০২২৫৪ ভাগলপুর-যশবন্তপুর
১১) ০২৩৭৬ সিজি তামবরম
১২) ০২৫৫২ কামাখ্যা-যশবন্তপুর
১৩) ০২৬১১ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল
(এই চারটি ট্রেন বুধবার বাতিল)
এছাড়াও আগামী ২৮ এবং ২৯ তারিখেও একাধিক ট্রেন বাতিল করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি হওয়ায় সাধারণ যাত্রীবাহী ট্রেন এখন বন্ধ বাংলায়। তবে দূরপাল্লার ট্রেন চালু রয়েছে। ফলে ঘূর্ণিঝড় ‘যশ’ নিয়ে ভাবতেই হচ্ছে রেলকে। শুক্রবার পূর্ব রেলের জিএম মনোজ যোশী বিভাগীয় কর্তা ও ডিআরএমদের সঙ্গে এনিয়ে জরুরি বৈঠক করে এ বিষয়ে একাধিক নির্দেশ দেন। তবে রেল হাসপাতালগুলিকে ঝড়ের তাণ্ডব থেকে সুরক্ষিত রাখতে নানা আপৎকালীন ব্যবস্থা তৈরি রাখার পাশাপাশি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে। জলের পাম্প থেকে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, ওষুধের জোগান রাখতে বলা হয়েছে।