দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। কোভিড সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস। পরিস্থিতির সামনে কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এই অবস্থায় কোভিডে মৃতদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগে কার্যত কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আর তাই নিয়েই তীব্র আক্রমণে রাহুল গান্ধী ও কংগ্রেসের অন্যান্য নেতারা। মোদীর কান্নাকে কটাক্ষ করে তাঁরা বলেন, ‘যারা গুজরাতের সময় থেকে সাহেবকে চেনেন তাঁরা জানেন যে রাজনীতি না করতে এলে সিনেমাতে অভিনয় করতেন উনি’।
শুধু কংগ্রেস নয়, একই ভাবে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন আরজেডিও। আরজেডি-র তরফ থেকে বলা হয়েছে, এই সমস্ত নাটক বন্ধ করা উচিত। তাঁরা বলছেন, ‘আপনি কি জানেন না গঙ্গা বুজে আসছে! হাসপাতাল ভরে গিয়েছে। শ্মশান উপচে পড়ছে। কুমীরের কান্নার কেঁদে উনি কোনও সমবেদনা পাবেন না। উনি তো মানুষ যখন মরে যাচ্ছে তখন ভোটের কাজে ব্যস্ত ছিলেন’।
এদিকে দেশজুড়ে কোভিড টিকাকরণে কেন্দ্রের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ এনেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷ একটি রিপোর্ট তুলে ধরে তিনি টুইটে মোদীকে নিশানা করে লিখেছেন, ‘মিস্টার মোদী, টিকাকরণ করুন! গড়িমসি করবেন না’৷ টুইটারে রাহুল যে প্রতিবেদনটি পোস্ট করেছেন তাতে দাবি করা হয়েছে যে, দেশের ৭০ শতাংশ জেলা প্রতি ১০০ জন নাগরিকের জন্য ২০ টিরও কম কোভিড টিকার ডোজ পেয়েছে৷