একা করোনায় রক্ষা নেই, দোসর ব্ল্যাক ফাঙ্গাস। দেশ জুড়ে মারণ ভাইরাসের দাপাদাপির মধ্যেই উদ্ভূত এই নয়া অসুখকে মহামারি হিসেবে ঘোষণা করার জন্য সমস্ত রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘কেন্দ্র শুধু বলে দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি আইনের আওতায় অন্তর্বুক্ত করতে হবে। কিন্তু এই রোগের চিকিৎসার জন্য যে ওষুধ প্রয়োজন তা বাজারে অমিল। এ ব্যাপারে কেন্দ্রকেই পদক্ষেপ করতে হবে।’
শনিবার ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের উৎপাদন বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সোনিয়া। কংগ্রেস সভানেত্রী বলেছেন, তিনি যতদূর জেনেছেন, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য দুটি গুরুত্বপূর্ণ ওষুধ হল লিপোসোমল ও অ্যামফোটেরিসিন-বি। কিন্তু বাজারে এই দুটি ওষুধেরই অভাব দেখা দিয়েছে। তাছাড়া, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে যেন এই চিকিৎসা করানো হয় সে ব্যাপারেও প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন সনিয়া। সেইসঙ্গে বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যেন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করে।