এবার বড়সড় সাইবার অপরাধের শিকার এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে এদিন জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে তাদের ডেটা প্রসেসর সিস্টেমে সাইবার অ্যাটাক হয়। এর ফলে ফাঁস হয়ে গেছে এয়ার ইন্ডিয়ার যাত্রীদের সমস্ত গোপন তথ্য।
প্রসঙ্গত, গত দশ বছরে যাঁরা যাঁরা এয়ার ইন্ডিয়া বিমানে যাতায়াত করেছেন তাঁদের ক্রেডিট কার্ড, পাসপোর্ট থেকে শুরু করে ফোন নম্বর, সবকিছুই এখন রয়েছে সাইবার অপরাধীদের হাতের মুঠোয়। অন্তত ৪৫ লক্ষ মানুষকে এর ফলে বিপদে পড়তে হতে পারে বলে জানিয়েছে সংস্থা। ২০১১ সালের ২৬ আগস্ট থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের বিপুল তথ্য ফাঁস হয়েছে।
পুরো ঘটনাটি জানতে পারার তিন মাস পর তা সবার কাছে প্রকাশ করছে এয়ার ইন্ডিয়া। তারা বলেছে, এই সাইবার অ্যাটাক মূলত জেনেভা ভিত্তিক প্যাসেঞ্জার সিস্টেম অপারেটর সিটা-কে টার্গেট করেছিল। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি সিঙ্গাপুর এয়ারলাইন্স, লুফথানসা এবং ইউনাইটেডও এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সংস্থার।
উল্লেখ্য, এদিন এয়ার ইন্ডিয়ার তরফে একটি ইমেল পাঠানো হয়েছে সমস্ত যাত্রীর কাছে। তাতে লেখা হয়েছে, “প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমে, যেখানে আমরা যাত্রীদের ব্যক্তিগত তথ্য জমিয়ে রাখি তাতে সম্প্রতি একটা সাইবার সিকিউরিটি অ্যাটাক হয়েছে। এতে বেশ কিছু যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। অন্তত ৪৫ লক্ষ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন।” ফাঁস হয়েছে যাত্রীদের নাম, জন্ম তারিখ, যোগাযোগের নম্বর, পাসপোর্টের তথ্য, টিকিটের তথ্য এবং ক্রেডিট কার্ডের তথ্য।
ঘটনার তদন্ত চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের যাতে সমস্যায় না পড়তে হয় তার চেষ্টা চলছে। তবে একইসঙ্গে যাত্রীদের পাসওয়ার্ড বদলে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা। গত বছর ঠিক এমনটাই ঘটেছিল ব্রিটিশ এয়ারলাইন্সের সঙ্গেও। যাত্রীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে না পারার জন্য মোট অঙ্কের জরিমানাও দিতে হয়েছিল সংস্থাকে।