করোনা পরস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়কদের গ্রেফতার সিবিআইয়ের। কেন্দ্রকে দোষারোপ করে তাই বিজেপি ছাড়লেন ভূষণ সিংহ। শুক্রবার বিজেপি পার্টিকে তিনি পদত্যাগ পত্র দিয়েছেন।
অভিযোগ, সিবিআই যেভাবে এই মহামারীর সময়েও গ্রেফতার করেছে জন প্রতিনিধিদের তার বিরোধিতা করছেন তিনি৷ এই করোনা পরিস্থিতিতে বিজেপি বিধায়ক সাংসদরা মানুষের জন্য কাজ করছেন না বলেও অভিযোগ ভূষণের। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাই বিজেপি ছাড়লেন ভূষণ সিংহ। আজ কোচবিহারে তার বাড়িতেএকথা জানান তিনি। বিজেপি জেলা পার্টিকে লিখিত পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
জানা গিয়েছে, ৩ এপ্রিল দিনহাটায় তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেন প্রাক্তন কোচবিহার পৌরপতি ভূষণ সিংহ। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ ডবল ইঞ্জিন সরকার হলে উন্নয়নের কাজ হবে বলে ভূষণকে শুভেন্দু অধিকারী আশ্বাস দেন। সেই আশ্বাসেই তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছেন বলে এদিন দাবি করেন প্রাক্তন কোচবিহার পৌরসভার পৌরপতি ভূষণ সিংহ। তাই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আজ জানান, তিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন। তবে আগামী দিনে তৃণমূল ফিরতে আগ্রহী কিনা সে ব্যাপারে কিছুই জানাননি।