সোমবার সাতসকালেই নারদ মামলায় ৩ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রের পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। শোভনের গ্রেফতারি নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে তিনি বললেন, ‘আজ গণতন্ত্রের জন্য কালো দিন, লজ্জার দিন।’ পাশাপাশি মোদী সরকারের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘করোনার থেকে ভয়ংকর ভারতবর্ষের সরকার।’
বৈশাখীর কথায়, ‘করোনার থেকে ভয়ংকর ভারতবর্ষের সরকার। করোনার থেকে মানুষ বেঁচে ফেরে…আজ গণতন্ত্রের জন্য কালো দিন। সমাজের অন্যতম সম্মানের স্তম্ভ যাঁরা, তাঁদের এভাবে নিয়ে এসেছে। আজ লজ্জার দিন।’ তিনি জানান, ‘ভোরবেলায় সিবিআই দল আসে। আমার ঘরে একজন ভদ্রলোক ঢুকলেন, পিছনে সাঁই সাঁই করে একগাদা কেন্দ্রীয় বাহিনী ঢুকল। আমার সঙ্গে আমার বাচ্চা মেয়ে ছিল। একজনও মহিলা আধিকারিক ছিলেন না। আমি তো প্রথমে ভেবেছিলাম বাড়িতে ডাকাত পড়েছে। তারপর বুঝলাম সিবিআই। আইনি ব্যবস্থা নেব। সিবিআই যখন তখন গ্রেফতার করতে পারে, এই দম্ভ ভাঙার দিন এসেছে। ঈশ্বর চাইলে সব ঠিক হবে।’
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেছেন বৈশাখী। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন, উনি ক্যাপ্টেন। উনি যে সবার মুখ্যমন্ত্রী সেটা আবার একবার প্রমাণ করলেন।’ একইসঙ্গে বৈশাখী এ-ও বলেন, ‘আজ করোনা পরিস্থিতিতে যিনি সবচেয়ে বেশি দায়িত্বপ্রাপ্ত, সেই ফিরহাদ হাকিমকে সকাল থেকে বিনা কারণে নিয়ে আসা হয়েছে। আজ যে ক’টা প্রাণ যাবে পরিষেবা না পাওয়ার ফলে, প্রত্যেকটা মৃত্যুর জন্য ওরা দায়ী থাকবে।’