করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতে জোরকদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া। সেই টিকাকরণ কেন্দ্র হিসাবে আগেই ইডেন গার্ডেন্সকে রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল। এবার সে পথে হাঁটল দিল্লীও। অরুণ জেটলি স্টেডিয়ামকে টিকাকরণের জন্য ব্যবহারের আবেদন জানিয়ে দিল্লী সরকারকে চিঠি দিল ডিডিসিএ সভাপতি রোহন জেটলি।
এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রোহন জানান, “আমি সরকারকে জানিয়েছি, যে তাঁরা প্রয়োজন অনুভব করলে পরিস্থিতি সাধারণ হওয়া পর্যন্ত টিকাকরণ কেন্দ্র হিসেবে ডিডিসিএ-র প্রাঙ্গন ব্যবহার করতে পারেন। আমাদের স্টেডিয়াম প্রাঙ্গনে প্রতিদিন প্রায় ১০ হাজার জন টিকা নিতে পারবেন। মাঠে ক্রিকেট চালু হওয়ার আগে পর্যন্ত তাঁরা স্টেডিয়াম ব্যাবহার করতে পারেন।”
করোনার প্রভাবে ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানগুলির তালিকায় প্রথম সারিতেই নাম রয়েছে দেশের রাজধানী দিল্লীর। সেখানে প্রতিনিয়ত বহু মানুষ করোনার কবলে পড়ছেন। তাই দিল্লী সরকারও তাঁদের সুরক্ষার জন্য টিকাকরণ প্রক্রিয়া দ্রুতভাবে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট।