করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে গোটা দেশেরই বেসামাল অবস্থা। অধিকাংশ রাজ্যেই এখন কড়া লকডাউন জারি রয়েছে। এরমধ্যে অনেকেই কাজ হারিয়ে বেকার হয়েছেন। কিন্তু এসবের মধ্যেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম। রবিবার ফের একধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে জ্বালানির দাম। এই নিয়ে চলতি মাসে ৯ বার। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের বেশ কয়েকটি শহরে পেট্রোল সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। অন্যান্য বেশ কয়েকটি শহরও সেঞ্চুরির দিকে ধীরে ধীরে এগোচ্ছে। লাগাতার বৃদ্ধির জেরে কলকাতা শহরেও নয়া রেকর্ড গড়েছে পেট্রোল ও ডিজেলের মূল্য।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, রবিবার সকালে কলকাতায় লিটার প্রতি ২৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৭ পয়সা। এই মুহূর্তে কলকাতায় জ্বালানির দাম সর্বকালের সর্বোচ্চ। রবিবার শহরে পেট্রোল বিকোচ্ছে ৯২ টাকা ৬৭ পয়সা প্রতি লিটারে। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৮৬ টাকা ৬ পয়সা। এটাও রেকর্ড। শুধু কলকাতা নয়, মুম্বইতেও পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৮.৮৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৪৮ পয়সা। রাজধানী দিল্লীতেও পেট্রোলের দাম ২৪ পয়সা বেড়েছে। লিটার প্রতি রাজধানীতে এখন পেট্রোলের দাম হয়েছে ৯২.৫৮ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৮৩ টাকা ২২ পয়সা।
গত দেড় বছরে বিশ্বজুড়ে করোনার দাপটে একধাক্কায় অনেকটাই কমেছে জ্বালানি তেলের চাহিদা। যার জেরে অপরিশোধিত তেলের দামও নিম্নমুখী। গত বছরও করোনার কোপ আর লকডাউনের জেরে পেট্রোল-ডিজেলের আমদানি কমিয়ে ফেলেছিল ভারত। এবছরও নতুন করে মারণ ভাইরাসের চোখ রাঙানির কারণে ফের একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। পূর্ণ ও আংশিক লকডাউনের পথে হেঁটেছে একাধিক শহর। ফলে চাহিদা কমছে পেট্রোল ও ডিজেলের। কিন্তু তা সত্ত্বেও ভোট শেষ হতেই দেশে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় ফের সমালোচনায় বিদ্ধ কেন্দ্রের মোদী সরকার।